Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হুজুর সমাচার

: | : ১৯/০৯/২০১৩

হুজুর: (মনে মনে) ভোর না হতেই এলো !
এই শালারা আমার কাছে কী মজা যে পেলো ?
(উচ্চস্বরে) এলি তোরা ? বেশ বেশ বেশ !
মনের কথা
দু:খ ব্যথা
করনা বলে শেষ।

মানুষ: সেলাম, হুজুর ! কেমুন আছেন ?
আমরা জানি, আমাগোরে আপনি বড়োই ভালোবাসেন !

হুজুর: কি রে জমির আলী,
মামলা নিয়া ক্যান যে করস্ এমন খামখেয়ালী !
করিম মিয়া আইছো ?
তোমার পোলার নতুন কোন খোঁজখবর কী পাইছো ?

জমির: পরশু দিবো রায়;
আল্লাহ মালিক, এবার বুঝি মানইজ্জত যায় !

হুজুর: ডরাইলি ক্যান আগে;
মাঝে মধ্যে সকলেরেই হারন জিতন লাগে।

করিম: কোন খবর পাই নাই;
টেকার অভাব, পোলার খোঁজে কী দিয়া যে যাই।

হুজুর: আমি ঢাকায় যামু,
হইলে দেখা পোলার লগে তোমারে জানাইমু।

জলিল: আমার বড়ো ঠেকা:
দ্যান না হুজুর আমারে আইজ হাজার খানেক টেকা।

হুজুর: ভাইবো না ভাই জলিল;
নিও টেকা, দিও তোমার বসতবাড়ির দলিল।

মানুষ: সেলাম হুজুর, এবার আসি তবে।
আপনি যদি দয়া করেন, আবার দেখা হবে।

হুজুর: তোমরা আবার আইসো;
তোমরা সবাই আগের মতোই আমায় ভালোবাইসো।
(মনে মনে) আপদ বিদায় হলো।
সুখের খবর, আরেকখানা বাড়ির দলিল এলো !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top