Top today
রুটিনেই বাঁধা থাকি
ভোরবেলা উঠে দেখি
দোরে নেই দারোয়ান,
দাদু হাসে হা-হা হাসি
ডন দেয় পালোয়ান।
বাবা ডুবে খবরেতে
মা ছোটে কিচেনে,
ছোট বোন তা-তা করে
ও আর কী চেনে?
সকালের নামতায়
আমরাই ধারাপাত,
রুটিনেই বাঁধা থাকি
তাই মনে উৎপাত।