Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

রুটিনেই বাঁধা থাকি

: | : ১৯/০৯/২০১৩

ভোরবেলা উঠে দেখি

দোরে নেই দারোয়ান,

দাদু হাসে হা-হা হাসি

ডন দেয় পালোয়ান।

বাবা ডুবে খবরেতে

মা ছোটে কিচেনে,

ছোট বোন তা-তা করে

ও আর কী চেনে?

 

সকালের নামতায়

আমরাই ধারাপাত,

রুটিনেই বাঁধা থাকি

তাই মনে উৎপাত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top