Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবন

: | : ২০/০৯/২০১৩

সঙ্গীহীন শূন্য সন্ধ্যাবেলায় বসে একা
মনে হল সব মিথ্যে প্রতীক্ষা,
নির্মম, নৃশংস নিজের দস্যুবৃত্তি যা ছিল আপন
ঝরে গেল ফুল ছিড়ে গেল তার তোমারে হারিয়ে।

মনে ছিল হৃদয়ের যত আশা পূর্ণ তোমাকে ঘিরে
ভালবাসার মালা দেবে গলে আপন সুরে,
ভাবছি বসে এক ধারে কোথায় বইছে আনন্দ
দস্যুবৃত্তি না ভালবাসায়, তা পেয়েছি আজ।

আমি ভাবলাম মনে বৃথা কাজে অকারণে
নিশিদিন চারিদিকে উম্মাদ বেশে,
প্রতিবাদ যত শুকনো পাতার মতো, যত সত্য সব ভেঙে
পরিচিত মুখে সে আর সে নেই দু’দিনের তরে।

ভালবাসার মাঝে অপূর্ব নতুন রূপে পেয়েছি উত্তর
ভুলে যাবো একেবারে তুলে নিয়ে তারে,
চোখের আড়ালে কত ভয়, সংখ্যা নেই মূহুর্তে মিলন হলে
জীবনের চিরসুখ তুলে দিও তাকে যেদিন আসবে কাছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top