Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ঝুলুক বাংলাদেশ ঝুলুক

: | : ২০/০৯/২০১৩

———————————-

 

 

কাঁটা তারে ঝুলছে বাংলাদেশ
ঝুলুক,
তাতে কার কি
ঝুলুক বাংলাদেশ ঝুলুক
কাঁঠা তারে ঝুলুক
ঝুলুক –
মানুষ হয়ে
মানুষের হৃদয় হয়ে
হৃদয়ের ক্ষত হয়ে
কাঁটাতারে ঝুলুক ফেলানী
ঝুলুক বাংলাদেশ
ঝুলুক-
পশু হয়ে
পাখী হয়ে
ফল হয়ে
ফুল হয়ে
হিংস্র হায়েনার শিকার হয়ে
শিকারের স্মৃতী হয়ে
ঝুলুক বাংলাদেশ ঝুলুক
কাঁঠা তারে ঝুলুক
ফেলানী ঝুলুক
গুলি খেয়ে
এফোড় ওফোড় হয়ে
প্রাণহীন দেহ নিয়ে
রক্তাক্ত বাংলাদেশ ঝুলুক
কাঁঠা তারে ঝুলুক
ঝুলুক বাংলাদেশ ঝুলুক
ঝুলে ঝুলে শিখুক
বাংলাদেশ শিখুক আহা
সীমান্ত বন্ধু কাহাকে বলে;
সারা বাংলাদেশ শিখুক
শিখে শিখে জানুক
সারা বাংলাদেশ জানুক
কাঁঠা তারে ঝুলে ঝুলে
জানুক আহা-
সাধের সীমান্ত বন্ধু
কুটুম পড়শী কাহাকে বলে।

 

……………………………………

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top