Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ফুটপাতের জীবন

: | : ২০/০৯/২০১৩

ফুটপাতের কোল ঘেষে চুপি চুপি আঁধার এসেছে নেমে

ছন্নছাড়া মানুষগুলোকে ভালোবেসে

গভীর মমতায় অন্ধকার বুকে টেনে নিয়েছে ধীরে।

 

পায়ের তলায় পড়ে আছে সব নরম মাংসের শরীর

ঘুমে অচেতন;

হঠাৎ ভুলে পথচারী চলতে হোঁচট খায়।

তারা অলস কুকুরের মত চোখ মেলে আবার ঘুমায়;

এই জীবন কেন তারা ভালোবাসে !

বোধ হয় জীবনের মানে গিয়েছে ভুলে।

 

সবুজ ঘাসের দেশে জোনাকীর আলো তারা দেখেনি

নিয়ন আলোয় তারা জীবনের স্বাদ পায়নি

পায়নি জীবনের কোন অবসর;

আদিম মানুষের মতো সারাদিন এখানে সেখানে ঘোরে

খাবারের সন্ধানে,

ক্লান্তিতে ধরে আসে সমস্ত শরীর।

 

তারপর, পৃথিবীর আলো নিভে গেলে শরীরটা ছুঁড়ে দেয়

ফুটপাতে;

তখন আঁধার এসে ভালোবেসে বুকে টেনে নেয়।

 

এই কি জীবন!

হ্যাঁ, এই জীবনের মানে হলো বেঁচে থাকা

স্বপ্ন নয়,  দুঃস্বপ্ন নয়, শুধুই বেঁচে থাকা

আর মৃত্যুর জন্য অপেক্ষা করা।

 

এখানে এসে তোমার মনে হবে পৃথিবী মৃত

জীবনের কোন স্পন্দন নেই,

এখানে এসে

দেখতে পাবে তুমি বিবর্ণ পৃথিবীর এক খন্ড চিত্র;

উপর তলার মানুষেরা

জীবনের সব রঙ চুরি করে নিয়ে গেছে

তাই ওরা এইভাবে এইখানে পড়ে আছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top