Top today
আমার অ্যালকোহলিক জীবন
নিঃসঙ্গতার কষ্ট একটাই
বড় বেশী অ্যালকোহলিক হয়ে পরে এই জীবনটা
শূন্যর দোলায় ভাসতে থাকে সব
প্রিয় মুখগুলো খুব অস্পষ্ট আর
বড় অচেনা মনে হয়,
ব্যাস্ততার ঝাঁপে পরে মনে হয়
কষ্টের সাময়িক মুক্তি খুঁজে নেয় ,
বেলা বাড়ার সাথে সাথে আবার সেই
অ্যালকোহলিক হবার ভান করা।
তবে আমি কিন্তু ঠিক মাতাল নই
আবার ঠিক একে ব্যার্থতা বলা যায় না
মদের গেলাসে কিছু নিঃসঙ্গ সময়
আমি ঠিক মুক্তি খুঁজে ফিরি ।