Top today
“যত গর্জে তত বর্ষে না”
শক্ত শক্ত যত শব্দ
করি আমি মুখস্থ।
ঝাড়বো আমি তোমায় আজ
করবো তোমায় হেনস্থ।
রাগের জল ফুটছে টগবগ
আছে তোমার খবর।
কিটমিট দাঁতে দাঁত
যেন কাটছি জাবর।
কিন্তু একি হল
সবে গেলাম ভুলে।
যখন দেখি তোমার মুখ
যাই আমি গলে।
ফুটন্ত জল হিম হল
হিমাংকের নিচে।
কিছু আর বলা হয় না
ঘুরি তোমার পিছে।
Comments are closed.