Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

লোকের পিণ্ডি ভূতের ঘাড়ে

: | : ২১/০৯/২০১৩

টেলিফোনের বিল দিয়ে যায়
টেলিফোনের লোকে;
তা নিয়ে কেউ রাগ করেনা
কেউ মরে না শোকে।
যখন তখন ডেড হয়ে যায়
চুল ছিঁড়ে সেই রাগে;
তারপরও সে বিল দিতে যায়
লাইনে দাঁড়ায় আগে !
কিন্তু যদি বিলের টাকা
ঠেকে লাখের ঘরে;
সবাই মিলে এক পলকে
ভূতকে আছর করে !
‘ভূতুড়ে বিল’ ‘ভূতুড়ে বিল’
জপতে থাকে লোকে !
বিনাদোষে কলঙ্কিত
ভূতরা কপাল ঠোকে !
লোকের পিণ্ডি ভূতের ঘাড়ে
চক্ষুবুঁজে নামায় !
মানুষ মহাশক্তিশালী
মানুষকে কে থামায় ?
নিরপরাধ ভূতরা কাঁদে
ভূতুড়ে চিৎকারে !
যতোই বলে ‘ছাড়না বাবা’
মানুষ কি আর ছাড়ে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top