Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মিথ্যা

: | : ২২/০৯/২০১৩

তোমার চোখের দিকে তাকিয়ে করা

কোন প্রতিজ্ঞা কখনও ভঙ্গ করিনি…

মিথ্যা বলেছি একটু।

একটি প্রতিজ্ঞাই শুধু রাখিনি।

তা ছিল,

তোমায় কখনও ছাড়বনা বলেছিলাম আমি।

 

তোমার সুখের কথা ভেবে কখনও

নিজের ছোট হওয়াকে মুল্য দিইনি…

মিথ্যা বলেছি একটু।

একবারই শুধু সহ্য করিনি।

তখনই,

যখন তোমাকে ভালবেসে বন্ধুত্বটুকুও পাইনি।

 

তোমার হাসি থাকুক বজায় এজন্য

নিজেকে বদলাতেও দ্বিধা করিনি…

সত্যই বলছি সবই।

একদম বদলে গেছি আমি।

সম্পূর্ণ,

বদলে গেছি সম্পূর্ণ, নিজেও যা ভাবিনি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top