Top today
ছোট্ট চাওয়া ।
তোমার কেমন হয়ে যাওয়া সময়টুকু আমায় দেবে ?
ঐ যে, ঐ সময়গুলো
যে সময়ে তোমার কেমন কেমন লাগে
চারিদিক খুব ধুসর মনে হয়
আচ্ছাদিত হও অন্ধকার মনের কুয়াশায়
মন ছুটে যেতে চায় প্রিয় কোন মানুষের কাছে,
অনেক দূরে…যেখানে রাস্তা শেষ হয়ে গেছে….
যেখানে সবুজ গিড়ির কিনারা
আমাকে দেবে ঐ সময় টুকু
যখন কেউ থাকেনা পাশে তোমার
যখন তোমার কেমন কেমন লাগে….
যখন তুমি হারিয়ে যাও
কোন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া স্বপ্নের মত
আমাকে দেবে ঐ সময়টুকু….
যখন কাউকে দেখলেই রাগ হয়
ভ্রু কুচকে রাখো তুমি মনের অজান্তেই
বই ছিড়ে ফেলো, নিজেকে ভেঙ্গে ফেলো
কুটি কুটি করো স্বপ্নগুলোকেউ
দেবে ঐ সময়টা……….
ঐ সময়টাও আমার জন্য অনেক প্রাপ্তি
দেবে আমাকে ঐ সময়টুকু…..কেমন হয়ে যাওয়া সময়…..।