Top today
দুষ্ট পুষি
দুষ্ট পুষি মিউ ডাকিছে
ভয় পেয়েছে সোনা মনি
আঁখির জলে বুক ভিজেছে
তবুও কাঁন্না থামেনি ।
পুষি তুই মস্ত পাজি
করব না ক্ষমা আজি
যতই বলো সরি
পরবে গলায় ছুরি ।
তাই শুনিয়ে ছোচা বিড়াল
কেঁদে কেঁদে কয়
কান ধরিছে আর কোন দিন
মিউ কবার নয় ।