Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“অপেক্ষার আরাধনা”

: | : ২২/০৯/২০১৩

কতগুলো সময়ের মাইল ফলকগুনলে

অতঃপর অপেক্ষা খুঁজে পায় তার ঠিকানা,

কতগুলো সময়ের তজবিগুনলে

ক্ষান্ত অপেক্ষার আরাধনা?

কত দুরের দৃষ্টির ক্লান্তিতে

অপেক্ষা দেয় অবশেষে তার দর্শন,

অপেক্ষার এক আলোকবর্ষ পূর্ণ হয়

কতবার ধৈর্যের কক্ষপথে করিলে ঘূর্ণন?

অপেক্ষা কি তবে আপেক্ষিক?

শর্তের নানান বাঁকে বাঁকে তার অস্তিত্ব,

অপেক্ষা কি তবে সমুদ্র তরঙ্গ?

ছোঁয় না তারে পৌঢ়ত্ত।

অপেক্ষা কি তবে জলপ্রপাতের মত?

কে জানে কবে হবে তার গড়িয়ে পরা শেষ?

দিবা-নিশি অক্লান্ত পরছে তো পরছে

কে জানে কোথায় তার ধৈর্যের নিঃশেষ?

মুছে দিয়ে থার্মোমিটারের পারদের কাটা

যখন যেখানে খুশি অপেক্ষা মাপে তার মাত্রা,

চলছে তো চলছে অপেক্ষার গাড়ি

হঠাৎ ব্রেক কষে বলে-এখানেই শেষ মোর যাত্রা।

কখনও কখনও অপেক্ষাও  ভুলে যায়

কোথায় তার শেষ স্ট্যাশন?

নাকি ক্যানভাসের শেষ মাথায় এসে হঠাৎ বলে-

এখানেই শেষ অংকন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top