Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

একই বৃন্তে ফুল এবং জোড়া কবিতা জোড়া ম্যাসেজ

: | : ২২/০৯/২০১৩

আজ মুখোমুখি সম্মুখ সমরে

হয়েছি মুখোমুখি পরিস্থিতি প্রতিকুল

রুদ্দ হয়েছে যত দরজা জানালা
স্বাভাবিক জীবনের
জীবনের গতি  কি

থেমে গেল আজ ?
ভয় নাহি পাই ভয় নাহি পাই
মনে করি নিজেকে এক
যোদ্ধা ___________

এক নির্ভিক সৈনিক
দায়িত্ব যার হওয়া

মুখোমুখি

যতসব জঞ্জালের l
নিয়েছি হাতে বন্দুক
নিয়েছি ঢাল তলোয়ার
আরও আছে যত অস্র সস্র
ফেলবো করে শেষ

যত অন্যায় অনিয়ম
হয়েছি আজ মুখোমুখি

সম্মুখ সমরে l

——————————————————————————————————————————————————–

সীমাহীন অন্ধকার চারিদিকে


এত অন্ধকার চারিদিকে
কোথাও নেই  কোনো আলো
দিলাম ডুব হৃদয়ে
বাম অলিন্দ থেকে ডান অলিন্দ
বাম নিলয় থেকে ডান নিলয়
নেই আলো কোথাও
এত অন্ধকার কেন চারিদিকে ???

অস্থিরতায় দৌড়ে বেরিয়ে এলাম
হৃদপিন্ডের প্রকোষ্ঠ থেকে
গেলাম মস্তিস্কের অলিগলিতে
বাম অংশ (আবেগ) বলছে
থাকতে চাই আজ অন্ধকারে ???
ডান বলয় ও আজ মেনেছে হার
অন্ধকারের কাছে ???
সামনে কপালে যে আছে ত্রিনয়ন (সিক্সথ সেন্স )
সেও কি আজ অন্ধকারে ?
এত স্তব্দতা কেন চারিদিকে ??

অস্থির ভাবে অশান্ত মনে
বেরিয়ে এলাম মনের গলি থেকে
তাকালাম আকাশের দিকে
আকাশের নীল রং  টা  কি গেল হারিয়ে
এত অন্ধকার কেন চারিদিকে
সুধু অন্ধকার সুধু অন্ধকার চারিদিকে
দুরের জলরাশি আজ ডুবে গেছে অন্ধকারের প্রলয়ে _

আস্তে আস্তে আবার জগতে থাকি আশা
হৃদয় এ মনে এবার বুজি দেখা যাবে আলো
বড় আশা নিয়ে তাকাই স্নেহময়ী মা জন্মভূমি মা
সেখানে ও আজ নেই কোনো আলো
আছে সুধু এক নিকষ বিকট কালো অন্ধকার

জালাওনা কেন কেউ কোনো আলো
দাও একটু আলো ,একটু আলো চাই
অন্ধকার কাটাতে চাই
অন্ধকারে বসবাস নিজেকে মনে হয় অন্ধ

প্রদীপের আলো, মোমের আলো, সূর্যের আলো
কে কোথায় আছ জালিয়ে দেও না একটু আলো
আমার ভিতরটাতে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top