Top today
আজ বৃষ্টিতে
…………………………………..
আজ বৃষ্টিত…….
ঝড়ে জলে বানে
জল নামে জলের হাওরে
ভেসে যাওয়া নদী
মাঠ ঘাট ভিটে বাড়ী
সোনার শস্য
চাষার মনে শুধু দুঃখ জাগে :
নৌকোর গুলোইয়ে বসে
ভেসে বেড়ানো
জলের দিগন্তে
বৃষ্টি নামে ,
জল ঝরে
ঝড়ো বাতাসে
তোমার শরীরে
সোনার আঁচল উড়ে
তাতের পটে চবি আঁকে
তোমার সোনার অঙ্গ ভেজে
কত দিন যে দেখিনি
কতদিন……………….
মন কাঁদে
কেঁদে কেঁদে আহা
ছুটে যেতে ইচ্ছে করে
জলের কাছে
নদীর কাছে
তোমার পাশে
আমার সোনার বাংলাদেশে……….
একটু বৃষ্টিতে ভিজতে চাই যে মন
একটু সোহাগে
একটু ভালবেসে
হাতে হাত রেখে
কারো ভেজা শাড়ীর আঁচল ধরে
বুকের উষ্ণ উত্তাপে
আজ বৃষ্টিতে……….
………………………………………….