Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মাকে চিনে যে…….

: | : ২৩/০৯/২০১৩

মাকে চিনে যে-

বোঝে দুধের সাধ ,

সে কি কখন ও ভুলতে পারে

বেশি কিংবা আঁধ ।

 

মাকে চিনে যে-

বোঝে মায়ের কষ্ট ,

সে কি কখন ও করতে পারে

মায়ের জীবন নষ্ট

 

মাকে চিনে যে-

বোঝে মায়ের আদর ,

সে কি মাকে ভুলতে পারে

হয়ে কঠিন পাথর ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top