Top today
মরু পথে হাঁটছি আমি একা একা,
মরু পথে হাঁটছি আমি একা একা,
সমুখে মরু পথের মরীচিকা, করছে ঝিকমিক,
যেন এ পথ স্বপ্ন ঘোরে চলা, কালের আঁধার ধুইয়ে ধুইয়ে
ছোপ ছোপ বরফ ঢাকা পথে পায়ের ছাপ একে।
নিশানা বিহীন পথে লিরিক নকশা চেয়ে চেয়ে
কত কি যে চোখের সীমানায়, সংকট সুরত সাদা কফিনের পিছে পিছে
হৃদয় ভাঙা গান ভেসে আসে কানে, ফিরবে না আর সেই প্রিয় স্বজন
চোখের সীমানা ছেড়ে নতুন পথে রেখেছে পা।
নিকোষ শূন্যতা ভরা মহাকালের পথে আজ পৃথিবী
যে পথে শুধু খোলস পরে রয়, বদ্ধভূমির নগ্নতায় পরে রয় অসাড় প্রাণী দেহ
সেই পথেই হাঁটছি, নগর বন্দর পেরিয়ে নতুন নতুন পথে
যে পথে পুরোনো ছাপ আঁকা আমলকি জারুল বনের ধার ঘেঁসে।
1420@ 24 ভাদ্র, শরৎকাল।