Top today
চোর কুকুর
কুকুর ছিল একটা
ইয়া বড় পেটটা
যান নাকি ?
মোটা হলো কেমন করে ?
চুরি করে সবার ঘরে
ভাত মাংস করতো চুরি
সুযোগ পেলে চিরা মুড়ি ।
লোক থাকেনা যে ঘরে
চোর হয়ে ঢুকে পরে
যান , একদিন কি হলো ?
এক মহিলার ঘরে গেল
মাংস রেখে বাহিরেতে
চলে গেল বটি আনতে । মাংসগুলো পেয়ে ফাঁকায়
তারাতারি নিয়ে পালায়
কত জনকে ফাঁকি দিয়ে,চলে গেল বনে
মাংস খেতে কি যে মজা ! বলে মনে মনে
চুরি করে খেয়ে খেয়ে
নড়তে পায়না শরীর নিয়ে ।
হলো ভীষণ মোটা
এখন বড় কষ্ট হাঁটা
একদিন করতে গিয়ে চুরি
খেল বহু লাঠির বারী ।
পা দুটো হলো খোরা
করতে পায়না চলাফেরা
থাকে শুধু বসে বসে
মরণ হলো অবশেষে
এখন বড্ড ভালো লাগে
চোরের দশা এমন হবে ।
( কবিতাটি আমি রচনা করছি যখন সপ্তম শ্রেণিতে পড়ি । তাই সংস্কার ছাড়াই পোষ্ট করেছি শৈশব স্মূতিকে স্মরণ রাখতে )