Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিধাতা

: | : ২৪/০৯/২০১৩

   পুরুষ হলে 

   নারী বিদ্বেষী অপবাদে

   তোলপাড় হতো সারা বিশ্বে,

   বিধাতা 

   নারী হলে-

   অবলা অসহায় দু্র্বল বলে

   বিদ্রোহ করতো তাবৎ অহংকারী পুরুষ,

 

   বিধাতা তাই-

   নারী নয়

   পুরুষ নয়

   নয় কোন লিঙ্গ তুল্য

   দেব কিংবা দেবী;

 

   সকল মানবীয়  কিংবা

   অতি ইন্দ্রীয় দুর্বলতার উর্দ্ধে

   বিধাতা –

   অক্ষয়

   অব্যয়

   চিরঞ্জীব মহান এক সত্বা;

   আদি নেই

   অন্ত নেই

   জন্ম নেই

   মৃত্যু নেই

   লা – শরীক আল্লাহ

   এই মহা বিশ্বের মহান স্রষ্টা,

   আমার তোমার সকলের

   হায়াৎ – মাওত – রিজিকের মালিক

   সর্ব – জ্ঞানী

   সর্ব – দ্রষ্টা

   আলিমুল গায়েব,

   থর থর করে কাঁপবে

   রোজ হাশরে

   দুনিয়ার সকল বাদশাহ

   জালিম – নাস্তিক – বদকার,

   সেদিন তিনিই একমাত্র বিচারক

   অনুকম্পা ছাড়া তাঁহার 

   রক্ষা নেই কাহার ও

   তিনি রাহ্‌মানুর – রাহিম

   প্রতিদান দিবেন হাতে হাতে

   কড়ায় গন্ডায় বুঝিয়ে সকলকে

   দিবেন পাপের কঠিন শাস্তি

   আর পুন্যের অযুত সীমাহীন পুরষ্কার

   তিনিই একমাত্র মহান ন্যায় বিচারক;

 

   বিধাতা –

   সৃষ্টির অগাধ ভক্তি ও বিশ্বাস

   মাঠির অন্ধকার পথের শেষ ভাগে

   সহস্র বছর পরে ঐশ্বরিক আলোর উৎসব 

   জীবনের ওপারে আরেক সুন্দরতম

   অনন্ত জীবনের সুদৃঢ় সুমধুর আশ্বাস ।  

 

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top