Top today
ঈদ সংখ্যা !
প্রিয় লেখক বন্ধুরা,
আমাদের অক্টোবরের ইবুক সংখ্যা হবে ঈদ সংখ্যা!!!
আপনাদের ভালবাসাতে বিগত দুই মাসেই আমরা দুইটি ইবুক বের করতে পেরেছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চেস্টা করব, আপনাদের ভাল কিছু দিতে। আশা রাখি নিয়মিত যারা চলন্তিকাতে লিখছেন তাদের লেখা ঈদ সংখ্যাতে থাকবে। আর যারা লিখবেন লিখবেন করে এখনও কিছু লিখে উঠতে পারেন নাই, তারা দেরি না করে আগামী ৩০ তারিখের মাঝে লিখে ফেলুন। আমাদের ঈদ সংখ্যা আগামী মাসের ৭ তারিখ প্রকাশিত হবে।
আপানদের সহযোগিতা একান্ত কাম্য।
বিনীত
সম্পাদক, চলন্তিকা ব্লগ