Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ধূমপানের টিকা

: | : ২৫/০৯/২০১৩

শখের বশে অনেকেই ধূমপান শুরু করলেও একপর্যায়ে সব ধূমপায়ীর কাছেই তা পরিণত হয় দুঃস্বপ্নে। তখন এই নেশার টান এমনই প্রবল হয়ে ওঠে যে এটিকে ত্যাগ করা অনেকের পক্ষেই হয়ে ওঠে প্রায় দুঃসাধ্য। তবে এবার ধূমপান যারা ত্যাগ করতে অনেকদিন ধরেই কসরত করে আসছেন তাদের জন্য সুখবর দিয়েছেন আমেরিকার উইল কর্নেল মেডিকেল কলেজের বিজ্ঞানীরা। তারা নিকোটিন আটকাতে একটি কার্যকরী টিকা আবিষ্কারের পথে অনেক দূর এগিয়ে গেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞানীরা দেখেছেন, ধূমপানে অভ্যস্ত একজন ব্যক্তির মস্তিষ্কে নিকোটিনের চাহিদা প্রবল আকার ধারণ করলে সে সিগারেট পান করতে উদ্যত হয়। মস্তিষ্কে এই নিকোটিনের চাহিদা কোনোভাবে রোধ করা গেলে ধূমপানের অভ্যাস থেকে অনেকটাই মুক্তি মিলতে পারে। সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা এমন একটি ওষুধ আবিষ্কারের কথা প্রকাশ করা হয়েছে সাইন্স ট্রান্সলেসন মেডিসিন জার্নালে। বিজ্ঞানীরা বলছেন এই ওষুধ প্রয়োগে দেহে নিকোটিন প্রবাহ বাধাগ্রস্ত করা সম্ভব। ইঁদুরের ওপর এই ওষুধ প্রয়োগ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন তারা। দেখা গেছে, এই ওষুধ মস্তিষ্কে নিকোটিন পৌঁছানোর মাত্রা প্রায় ৮৫ শতাংশ বাধা দিতে সক্ষম। যদিও এর ওপর এখনো অনেক গবেষণা বাকি। মানুষের ওপর এই টিকা প্রয়োগে আরো বেশ কয়েক বছর সময় লাগতে পারে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top