Top today
দেজা ভু
ফ্রেঞ্চ শব্দগুচ্ছ দেজা ভু’র মানে ‘যা আগে দেখা হয়ে গেছে’, রহস্যময় এই অনুভূতির কারণে ঘটমান কোনো ঘটনা আগেই ঘটে গেছে বা আগে থেকেই জানা ছিল বলে মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায় কোনো এক মহিলা কোনো বাড়িতে বেড়াতে যাওয়ার পর থেকে তার কাছে সেই বাড়ির আসবাবপত্র ঘরদোর সব কিছুই পরিচিত বলে মনে হচ্ছে, অথচ তিনি আগে কখন সেখানে আসেননি, ঠিক একইভাবে কারো কারো মুখ যেন হাজার বছরের পরিচিত বলে মনে হয়। কেউ কেউ একে পূর্ব জন্মের স্মৃতি বলে উল্লেখ করেন। তবে মন-গবেষকরা এর স্বাভাবিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন, তার পরও মানুষের এই ধরনের আচরণ আজো রহস্যই রয়ে গেছে।