মানুষ হতে চাই
কোন কবি হতে নয়,নহে নৃপতি হতে
একজন মানুষ হবার তরে ,এসেছি ধরাতে
নিজ স্বার্থ করে উদ্ধার,ছুরি বিধে পর অন্তরে
আছে কি কোন সভ্যতা ?মানুষ কহিবে তারে ।
যারা তাদের দেয় শুভ সংবর্ধনা
তারাও তো মানুষ নহে,নৃশংস হায়েনা
কুত্সিত অপয়া নারীকে পদে দলে
সুন্দরের পিছে সকলি ছুটে চলে
তারা কি নহে মানুষ ? কেন হয়না করুণা ?
না থাকিলে দয়া , সেতো মানুষ হয়না
যদি ধন বিত্তের লালসা থাকতো অন্তরে
এসেছিল সহস্র সুযোগ স্তরে স্তরে
আমি হটিয়েছি স্ব – ইচ্ছাতে
বড় আসন দথলের মোহে নয়, একজন মানুষ হতে ।
হে বত্স , জোড় হস্তে করি অনুনয় বিনয়
মানুষ হও , মানুষ অমরত্ব মরেও বেঁচে রয়
পরোপকারে কভু লাভ খুঁজে নাকো মানুষ
বিনা লাভে করেনা উপকার মানুষ নামের কলুষ
মানুষ চিনিবে কেমনে ? দেখিবে যে সর্বক্ষণে
স্রষ্টাকে করে ভয় !
দ্বিধাহীনভাবে বুঝিবে
সে মানুষ নিশ্চয় ।
সালাত পড়ে কত মুসল্লি , কাঁদতে দেখেছ ক’জনরে ?
বদনে যাহা করে তিলাওয়াত , তাহা নেই কভু অন্তরে
শ্রেষ্ঠ মানব মহানবী তাকেই কর অনুস্মরণ
জীবনে করে নাও তার সকল কর্ম বরণ
তাঁর মত মানুষ কভু আসিবেনা ধরাতে
যশ – খ্যাতির মোহে নহে , মানুষ হতে এসেছিল ধরাতে ।
কবি বেশে কভু চলিনি আমি , কাঁধে ঝুলাইনিকো থলে
ভবেতে দু’এক বাক্যের কবি , বড় বড় কথা বলে
সুনাম – সুখ্যাতির তরে লিখিলে গদ্য,পদ্য ও গান
বালু গৃহের ন্যায় ধসে হইবে ম্লান ।
নিজেকে জাহির করিতে নাহি হবে আমি কবি
সৃজনই পবনে ভাসিয়ে কহিবে আপনার সবি
মানব মুক্তির দিশা লক্ষ্য যদি হয়
অনায়াসেই শত খ্যাতি পাইবে নিশ্চয়
পর প্রতিভায় হিংসা করিনা , ধিক্কার দিতে নাহি চাই
কল্যাণের লাগি কলম ধরুক , আমার সকল ভাই
শুধু কবি হবে কেন ? একজন মানুষ হও
সর্ব সুখ্যাতি আপনার করে লও ।
ধর্মনীতি ফেলিয়া যতই গড় , নব নবীন কালচার
কোনই পন্থা নেই , একজন মানুষ হবার
তাই মানুষ হতে পাগল আমার মন
মহানবীকে করবো অনুকরণ ।
( আমার জন্য দোয়া করবেন , আমি যেন প্রকৃত মানুষ হতে পারি )