Top today
ফিরে যায় মন
আমি বসেছিলাম নদীর পাড়ে, সামনে ছিল দুইটি চাঁদ;
একটি ছিল আকাশে, অন্যটি নদীর জলের উপরে।
নদী’জলের চাঁদ কত কাছে তবুও ধরাছোঁয়ার বাইরে,
যেমন অধরা আকাশের চাঁদ। ভেবে মনে জাগে প্রতিবাদ।
ছোট নদী বয়ে চলেছে উত্তর থেকে দক্ষিনে, আনমনে;
তাতে ছিল না কোন ঢেউ, শুধু মৃদু স্রোত বুঝা যাচ্ছিল কিছু
কঁচুরীপানা চলার দৃশ্যে। কোন বাতাস নেয় নি তার পিছু।
অপর পাড়ে ছিল দু’টি গাছ, তারা কি যেন বলছে কানেকানে।
আমি বসেছি বহুক্ষন, দেখেছি নদীর জলে গাছের আলিঙ্গন,
আমি ফিরে এসেছি কিন্তু বারবার সেই পাড়ে ফিরে যায় মন।
২৩.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।