Top today
সুখ স্নান শেষে
___________________________
কলঙ্কিনী!
ওই যে ও পাড়ার
ঐ মেয়েটি
রূপসী ,
রূপজীবি
রূপ বেচে
যৌবন বেচে
দেহ বিকোয় জনে জনে,
লোভে
স্বভাবে
পেঠের দায়ে
ফাঁদে পড়ে
অথবা আটকে গেছে
প্রতারণার জালে ,
আকণ্ঠ নিমজ্জিত\
কলঙ্কের চোরাবালিতে;
সোনার চান পিতলা ঘুঘু ওরে
যাবে নাকি ওই পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?
নারী ও মাদকে
কলঙ্ক জলে ডোবে
দুঃখ ভুলে সুখ কুড়োতে ?
একা তো আর
কলঙ্ক জলে যায় না ডোবা
ডোবতে হয় একসাথে
একান্তে দু;জনে
ফুর্তি কুড়োতে
সারা রাত ধরে……….
কলঙ্কিনী রূপসী
আবার ও কলঙ্কিত হলো
পেঠের দায়ে
সোনার শরীর বেচে
পয়সা নিলে ;
আর তুমি পুরুষ
মনের সুখে সাতাঁর কাঠলে
পাপের জলে ,
সুখ স্নান শেষে
গা ঝাড়া দিয়ে
দু’টো কাগজের মোহর ফেলে
পাপ মুক্ত হয়ে
হয়ে গেলে মহান পুরুষ ;
অতঃপর লম্বা লম্বা পা ফেলে
ঘরের পুরুষ ঘরে এলে ফিরে ,
সোনা মুখ বউ সরলা
কাছে এলে
তুমি ও টেনে নিলে বুকে ,
চাঁদ ভাঙ্গা চেহেরা
আধ ভাঙ্গা ঢেউ করে
রসের ঠোঁটে চুমু খেয়ে
আদুরে গলায় বলো
শত ব্যস্ততার মাঝে ও ওগো
তোমাকে দেখতে এলাম বউ ,
তোমাকে না দেখলে যে
প্রাণ দুখ পুখু করে মরে
পেঠের ভাত চাল হয়ে যায়
সারা রাত ধরে ,
মনটা কেমন কেমন যেন করে
এবার একটু শুতে দাও গো বউ
তোমার সোনার সোহাগী আঁচলে।
____________________________