Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বহুরুপি আমি বহুরুপি হতে চাই আজ

: | : ২৫/০৯/২০১৩

বেহুরুপিয়া বেহেরুপিয়া
বহুরুপি বহুরুপি
হতে চাই আজ আমি

বহুরুপি বহুরুপি
হতে চাই আজ
আশিক এর সাথে আশিক
প্রেমিক এর সাথে প্রেমিকা
ভাই এর সাথে বোন
বাবার সাথে তার মেয়ে
মায়ের কাছে তার আদরের মেয়ে
হতে চাই আজ আমি
একেবারে তাদেরই মত করি l

বহুরূপে আজ বহুরূপে
করতে চাই আজ নিজেকে প্রতিষ্ঠিত
আছে যত বর্ণ .আছে যত প্রকার
আছে যত রকম সাজ …
সবকিছুতে দেখতে চাই
মিশতে চাই সবার সাথে তাদের মত করে
খোদাকে বলতে চাই আমি দেওয়ানা তোমার
দেওয়ানাকে বলতে চাই আমি বড় দেওয়ানা
পাগলকে বলতে চাই আমি বড় পাগল
করতে চাই সবার ভিতরের পরিবর্তন
যদি না হই সবার মত করব

কিভাবে সেই পরিবর্তন

 
বহুরুপি আমি বহুরুপি
সুধু ড্রেস এ বাহ্যিক আবরণে
যদি দেখো কখন বা পরে টুপি
কখনো ক্যাপ শার্ট .বা হিজাব
বুঝনা আমাকে ভুল
ভিতরে আমি আসলে নহি বহুরুপি
সদা আছি অচল অবিরাম ..অষ্টপ্রহর
ধ্যানে খোদার আর ধ্যানে তোমাদের

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top