Top today
প্রভুর দর্শন
মা, ওই বাজে শোন ঈদের বাঁশি
শরচ্চন্দ্রের কতই হাসি!
খোকা, তোর লাগি প্রাণ আকুল করে
বড়ই নিঃস্ব আমি এ বিশ্বভরপুরে।
মাগো, তোমায় আমি করব জ্বালা
এ ভেবে মন করো না কালা।
খোকা, তুই যে আমার অবোধ ছেলে
তাই তো আমার হৃদয় জ্বলে।
মা, তুমি আমায় দোয়া কর
এটুকু মোর ঈদের বড়।
খোকা, বর্ষ পরে এ এক খুশির পর্ব
তার থেকেও তোরে বঞ্চিত করব!
মা, দীনদুখীদের পর্ণনীড়ে
খুশির আবার পর্ব কিরে!
খোকা, তোরে আমি দোয়া করি–
ধনেজনে পুরুক তোর সোনার বাড়ি।
মা, এ তো আমার পরম পাওয়া
জীবনদুখে বয়ুক না সুখের হাওয়া।
খোকা, যা পাস্ তিলেক তাতে তুষ্ট থাকিস
তায় দিয়ে ঐ স্বর্গ রচিস।
মাগো, তোমার আদেশ নয়ন করে
রাখব স্মরণ মাথায় ধরে।
খোকা, তুই যে আমার মানসারাধন
তোর রূপে প্রভুর দর্শন।
২ শ্রাবণ, ১৪০৯–
কাঞ্চন নগর।