Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

‘চিনি’ চিনি

: | : ২৬/০৯/২০১৩

আম চিনি, জাম চিনি
ডাল তেল নুন চিনি
বাড়ি গাড়ি সব চিনি
টাকাকড়ি খুব চিনি
মামা চাচা খালু চিনি
ডিম দুধ আলু চিনি
মাঠঘাট বিল চিনি
ময়না ও চিল চিনি
পূণ্য ও পাপ চিনি
ঠেলা খেলে বাপ চিনি
এতোদিন ধরে শুধু চিনি নাই ‘চিনি’ !
ষাট টাকা দরে খেয়ে ”চিনি’ খুব চিনি !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top