Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সাঁঝ ঘনালে আঁধার

: | : ২৬/০৯/২০১৩

জীবন জুড়ে,
অনামিকার ভাবনায় কেটে গেল
বেশ কিছু সময়।

বেলা গড়িয়ে,
সাঁঝ আঁধার বেশ জেঁকে বসেছে
সাঁঝ লালিমার আঁচলে।

মৌনতায় দ্বার খুলে,
সেই সাতাশ বছর পর দেখা চলতে পথে
থমকে ছিল সাঁঝ।

পাখিদের চোখা চকিতে,
আকাশে নাগর দোলায় আঁধার নেমে এলে
সাঁঝ মিহি হতে থাকে।

শুধু চোখে চোখে,
বড় বড় দীর্ঘশ্বাস সন্ধ্যা অমানিশার আঁধারে
মিশে গেল নিঃশেষ।

১৪২০@ ১ আশ্বিন,শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top