Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গোপন কথা

: | : ২৬/০৯/২০১৩

একদিন এক আড্ডায় নানা প্রসঙ্গে কথা বলার পর উঠল নারীদের প্রসঙ্গ।
ভদ্রলোক :নারীরা আর যা-ই পারুক, কোনো কথা গোপন রাখতে পারেন না।
ভদ্রমহিলা :সবার কথা জানি না, তবে আমি একটা কথা গোপন রাখছি অনেক বছর ধরে।
ভদ্রলোক :তাই নাকি! খুবই আশ্চর্যের ব্যাপার!
ভদ্রমহিলা :তা আশ্চর্য হতে পারেন, কিন্তু আমার বয়স ২২ পেরুনোর পর থেকেই আজ পর্যন্ত আসল বয়সটা কাউকেই বলিনি।
ভদ্রলোক :সে আর কদ্দিন গোপন রাখবেন, বলুন? একদিন না একদিন আসল বয়সটা নিজের অজান্তেই বলে ফেলবেন, এই বলে দিলাম।
ভদ্রমহিলা :অসম্ভব, কোনোদিনই তা করব না। আজ কুড়ি বছর ধরে যখন গোপন রাখতে পেরেছি, সারাজীবনই তা পারব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top