Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঠিকানা।

: | : ২৬/০৯/২০১৩

———————————————-

 

  ঘরে থাকলে ঘরে  থাকো
  ঘর কন্যা করে
  রেঁধে বেড়ে সুখে
  ঘর কুনো হয়ে
  বাজা ও বসে অলস মনের বীণা;

 
  পা বাড়ালে পথে
  পথ দেখাবে পথে
  পথের দিশা পাবে
  পথে পথে ঘুরে
  পাবে এক দিন খুঁজে
  আপন ঠিকানা;

 
  ঘরটা ছেড়ে আগে
  পা টা বাড়াও পথে
  পথই বলে দেবে
  কোন পথেতে যাবে
  কোথায় তোমার ঠিকানা।

……………………………………………….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top