Top today
তুমি ভুলে থাকো বলেই
তুমি ভুলে থাকো বলেই
আমি তোমার কাছে কৃতজ্ঞ
মন থেকে কৃতজ্ঞ
তুমি ভুলে থাকো বলেই
বার বার জ্বালা দেয়
তোমার অনুপস্থিতি
তোমার কথাবলার ভঙ্গি
কাছে পাওয়ার আকুতি…….
তুমি ভুলে থাকো বলেই
বার বার মনে করি আমি
তোমার পাশে থাকা
অল্প কিছু আদর চাওয়া
দূরুত্ব হলে, মনে মনে রাগ করা ।
অঝর বৃষ্টিতে
ঘর থেকে দৌড়ে বের হওয়া
চা খেতে খেতে
হঠাৎ আমার দিকে
আনমনে চাওয়া
তুমি ভুলে থাকো বলেই
বার বার আমারই মনে করা
তোমাকে, তোমার ভালো লাগাকে !
তুমি ভুলে থাকো বলেই
আমি তোমার কাছে কৃতজ্ঞ
মন থেকে কৃতজ্ঞ
তুমি ভুলে থাকো বলেই
এখনও রাত্রি জাগা
তোমার স্পর্শ পাওয়ার মৃত আকাঙ্খা ..!
ভুলে থাকো বলেও
চাওয়া আর পাওয়ায় অসামঞ্জস্যতা
তবু এক পা দুপা
করে গভীর জলের দিকে
নিঃশেষ এগিয়ে চলা
তোমাকে নিবীর ভাবে
পাওয়ার তীব্র বাসনা
তুমি ভুলে থাকো বলেই
তোমার প্রতি সবটুকু কৃতজ্ঞতা …
ভুলে থাকো বলেই সবটুকু কৃতজ্ঞতা ।