Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

যদি সুখ পেতে চাও

: | : ১০/০৬/২০১৩

যেখানে সাদা বকেরা ডানা মেলে উড়ে যায়
মাছ শিকারে চঞ্চু তার জলে ভিজায়
মাছরাঙা কেমনে মাছ শিকারে যায়
জলের পাখিরা কেমনে জলে ডুব দেয়
কেমনে পাখিরা রাতের সন্নাসী হয়
ফেরারী পাখিরা কেমনে নীড়ে ফিরে গান গায়
জননী পাখিরা কেমনে শিশুদের ক্ষুধা মেটায়
কিভাবে পাখিরা ডালে ডালে বাসা বানায়
কেমনে ঝড় বাদলে পাখিরা বেঁচে রয়
যদি সুখ পেতে চাও
কিছুটা যদি নিজেকে সুখী করতে চাও
আপেক্ষিক সুখকে যদি কিছুটা আক্ষরিক করতে চাও
যদি এক মুঠো সুখ নিতে চাও কিংবা কিনতে চাও
তবে যাও ঐ দুর সবুজের আঙিনায় ।

দেখ ঐ নদীর ধারের সফেদ কাশবন হাতছানি দিয়ে ডাকে
দেখ ঐ নদী তীরে বালুরাশি চিকচিক করে হাসে
দেখ ঐ জলের ঢেউয়ে মাছেরা খেলা করে
দেখ ঐ মাঝি মল্লারা খেয়া পারাপারে ভাটিয়ালী গান করে
দেখ ঐ জেলেরা জলে জাল ফেলে মাছ ধরে
দেখ ঐ কিশোর কিশোরীরা উদোম গায়ে জলে ঝাপ দেয়
দেখ ঐ পাল তুলে হাল ছেড়ে নব বধু বাপের বাড়ি যায়
দেখ ঐ বর্শি সুতো ফেলে মাছ ছেলে বুড়ায়, তাই
যদি সুখ পেতে চাও
তোমার মনের চিলে কোঠায়
ছুটে যাও নদী জল ফুল ফল ফসলের ঠিকানায় ।

দূর্বা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা শিশির
অন্ধ রাতের আকাশে জ্বলে থাকা তারার মেলা
অমাবশ্যার অমানিশায় জোনাকীর ছুটে চলা
দগ্ধ দুপুর রাতের বৃষ্টি ভেজা আকাশ বাতাস
শীতের সকালের মিষ্টি রোদ্দুর
মাঠে মাঠে সোনালী ফসলের নূপুর
সেথানে হৃদয় পেতে দেখ বাজে কি না সুর
তোমাকে আমাকে নিয়ে আসে যা বহুদুর, তাই
যদি সুখ পেতে চাও
যদি কিছুটা সুখ কিনে সুখী হতে চাও
যাও চলে যাও
দ্বিধাহীন প্রকৃতির ঠিকানায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top