Top today
বায়না
বায়না
মিলন বনিক
ছোট্ট মনির ময়না
রাগলে কথা কয়না,
টুনটুনি তার ছোট বোন
ধরে শুধু বায়না।
হাঁটি হাঁটি পা দুটিতে
রিনিঝিনি নূপূর বাজে,
এদিক ওদিক ছুটবে শুধু
সাজবে আরও বধূ সাজে।
বকলে পরে ময়না
ধরে না আর বায়না,
আদর দেবো সোহাগ দেবো
তাতেও কিছু হয় না।
ময়না বলে, টুনটুনি তুই
বড্ড বেড়েছিস,
টুনটুনি কয় এ বয়সে
তুইও নেচেছিস।