Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার যত ইচ্ছা পূর্ণতা পাক……..

: | : ২৬/০৯/২০১৩

এই বিকেলের এলোমেলো হাওয়ায়
কল্পনায় জাল বুনেছ যত মনের জানালায় ,
তোমার মনের ইচ্ছা আছে যতো
পূর্ণতা পাক সব তোমার মনের মতো ।

চাই না মনের ইচ্ছাগুলো
অকারণেই যেন না হয় ধুলো ।
স্বপ্নগুলো না হউক বৃথা
সম্মানের সাথে উঁচু থাকুক মাথা ।

যত ভালবাসা আছে সর্বস্ব
ভাসায়ে দিলাম, জয় কর বিশ্ব,
যতই আমি হই না নি:স্ব
থাকব পাশে, হয়ে অস্পৃশ্য ।

ওই দুর দুর সুদূরে
কষ্টগুলো হারাক সুখের সুরে ।
হারাক তিক্ততা ঘোর অমানিশায়
ধুলো হয়ে মিলাক হাওয়ায় ।

অকারণেই ভালবাসি
তোমার ওই মৃদু হাসি।
চাইনা কিছু তোমার তরে
ভালবেসে মন নাই বা দিলে ভরে ।

থাকলামই বা হয়ে অধরা
একগুচ্ছ ফুল হতে একটি ফুল ঝরা ।
অপূর্ণ যত আকাঙ্খা দিয়ে সাজায়েছ ডালি
প্রাপ্তি দিয়ে পূর্ণ হউক ডালি, চাঁদ উঠুক জীবনে এক ফালি ।

ব্যর্থ হৃদয়ে দিবে তুমি আমায় ফাঁকি!!
কষ্টগুলো বুকের এক কোণে জমা তাই রাখি ।

ব্যর্থ আমি ভালবাসায়
ভাল থাকব এই আশায়,
তুমি থাক হাসিখুশি
সেই হাসির সাথে থাকব মিশি ।

অনাবিল আনন্দে জীবন তোমার ভরে থাক
সকল আশা সকল স্বপ্নই বাস্তবে পূর্ণতা পাক ।

https://lh6.googleusercontent.com/-VJ27YEynQ1E/UkQQWzZseYI/AAAAAAAAWoU/9aTUCWzbQrk/w506-h368/0811n1-496.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top