এক অতিথিকে ..নিন্দুক …(ক্রিটিসিসম বা তিরস্কার )
এক অতিথিকে নিন্দুক (ক্রিটিসিসম বা তিরস্কার )
কে তুমি এলে
এক অচেনা অতিথি
আজ আমার দরবারে
না সাজিয়ে ফুলের ডালা
সাজিয়ে যত তিরস্কার
আর অনুযুগের মালা
নুতুন করে সুযোগ করে দিলে
ভালো করে নিজেকে পর্যবেক্ষণে _______
তাইত _অতিথি আমার
কি দিয়ে যে আজ করি আপ্পায়ন তোমায়
তবে বলি মাথা পেতে নিলাম আজ
যত অনুযোগ আর যত তিরস্কার
জীবনে চলার পথে আমাদের সবার হয়ে যায়
অনেক ভুল অনেক ত্রুটি
দেখো আমরা সবাই মনে করিনা কেন
এ পৃথিবী একটা পাঠশালা
আর জীবনটা হছে education
(is one way to another
is journey for seeking education)
আমরা সবাই ছাত্র সবাই ছাত্রী
নুতুন করে সব জিনিস শিখছি আর শিখছি .
যখন আমরা শিখাবো কোনো জিনিস
আমাদের প্রেরণা হতে হবে জীবনের আলোকে
অভিজ্ঞতার আলোকে হিতোপদেশ বা ওব্য়াজ এর মত করে নয়
ক্ষমা প্রাথনা করছি এ বলে তোমার কাছে
যত কর তুমি তিরস্কার
আমার ভিতরে তা পিয়ানোর রীড এ টুনটুন আওয়াজ তুলে
কানে আসে তা আরো মধুর সরে l
আমিও যে দেখতে পাছি তোমার তিরস্কার
এর সাথে তোমার মমতার স্পর্শ
তাই হইনা আমি তিরস্কৃত
মাথা পেতে নেই সব অনুযোগ আর তিরস্কার
সংগ্সদিত হতে হবে হতে হবে
পরতে হবে আরো সুন্দর আবরণ
নিজেকে করতে হবে আরো সুসজ্জিত