Top today
আমার শোনামনি
আমার শোনামনি এলে ঘরে
যেন এল চাঁদ,
পাড়া পরশী সবাই দেখে
মিটায় তাদের সাধ ।
চাঁদের আলোয় পৃথিবী ভরা
শোনা ঘর জুড়ে,
কোথা হতে এলো শোনা
কোণ সে অচিন পুরে ।
সারা জনম আলো দিয়ে
চাঁদ যেমন হাঁসে,
বড় হয়ে করবে জয়
যেন সবাই ভালবাসে ।