Top today
যদি বল আমি নেই
যদি বল আমি নেই,
মেনে নিতে দ্বিধা নেই!
যতটুকু স্মৃতির দাগ–
আলোকিত মধ্যাহ্নের মুখ
ছুঁয়ে ছিলে আমার অন্তঃস্থল
সেটুকু সযত্নে রাখা হৃদয়ে।
সকাল শিশিরের দূর্বা কোমল দেহে
ভোর সূর্যের লালিম রৌদ্রপাতে
আঁকা আছে সে সব কথা–-
সেই গাঁথা মালা,স্পর্শাতুর ক্ষণ–
কামনা লাগা ছিল ঢুলু আঁখির ফলকে,
কাতর প্রার্থনার নগ্ন দেহে
ঢলা ছিল জ্যোৎস্না শরীর…।
কাজল পরতে আঁকা ছিল চোখের গভীরতা–
হাতছানির স্বপন বিস্তার–
হোক ক্ষণস্থায়ী,হোক নগ্নতায় বাঁধা,
হোক অপলাপ সত্যি—
তবু যদি বল আমি নেই,
জেনে নিতে দ্বিধা নেই।।