Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঈদ এলো

: | : ২৭/০৯/২০১৩

ঈদ এলো গগনে
ঈদ এলো ভুবনে

মেঘের পালকিতে চরি ।

ঈদ এলো জলে
ঈদ এলো ফুলে

হাওয়ায় নৃত্য করি ।

ঈদ এলো পথে
ভর দিয়ে রখে

লাগেনিতো কোন গাড়ি ।

ঈদ এলো মাঠেতে
ঈদ এলো ঘাটেতে

আনন্দ সুর ধরি ।

ঈদ এলো ঘরে
ঈদ এলো দ্বারে

সবার আঙ্গিনা ভরি ।

ঈদ এলো শ্যামল ঘাসে
ঘাস ফড়িংয়ের বেশে

খেলছে লুকোচুরি ।

ঈদ এলো গোলাপে
কালো ভ্রমর রুপে

কখনো নবীন কড়ি ।

ঈদ এলো দোয়েলের ঝাঁকে
তের শত নদীর বাঁকে

তরঙ্গ বেশ ধরি ।

গাছে গাছে ঈদ এলো
লাগছে দারুণ ভাল

নিল দৃষ্টি কাড়ি ।

ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি

এক সাথে নামাজ পড়ি ।

সুখ নিয়ে এলো
ঢেলে ঢেলে দিল

সবার বাড়ি বাড়ি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top