কেউ একবার শুনো
সময় সবেরে বৃদ্ধ করেছে
হয় নি সে তবু,
সে চিরকাল যুবক বেশেই
নিয়েছে সবার পিছু।
সে সর্বদা রসকসহীন
তবু সে চায় মধু,
মানব হৃদয়ের সঞ্চিত রসে
সেই যৌবনে শুধু।
তাই মানুষ আসে আর চলে যায়
পড়ে তার গ্রাসে,
তবু কেন জানি সময়ের দাবিতে
বার বার চলে আসে।
বারবার জন্মে বারবার মরে
সময় যে মরে না,
সবুজ গাছের পাতাও ঝরে
তবুও সময় ঝরে না।
সে সজীব সে আজীব
সদা চলমান,
কোন দূর কালে জন্মে তার
মরে নি একবারও প্রান।
একবারও চলা হয় নি ধীর
হৃদয় তার এতই অধীর,
শুধু অন্যের চলার পথে হয়ে বাঁধা
অন্যরে করে দেয় স্থির।
তাই মনে অভিমান শুধুই জাগে
যদি দিতে পারতাম বাঁধা,
কিন্তু কেন জানি পারি না বাঁধিতে
এটাই যেন ধাঁধাঁ।
তাই মনে জাগে শত প্রশ্ন
উত্তর নেই কোন।
আমার জীবনের প্রানের ব্যাথা
কেউ একবার শুনো।
সে কিভাবে মরে যে নেয় প্রান
হৃদয়ের সজীবতা,
অন্যকে মেরে বেঁচে আছে সদা
হয়ে সে বিধাতা।
২৯.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।