Top today
“”প্রথম কবিতা””
তুমি আমার প্রথম প্রেম
আমার প্রথম কবিতা,
অপরিপক্ক হাতে লিখা
পূর্ণ আবেগের ছবি তা।
তুমি আমার প্রথম কবিতা
হৃদয় কলমের প্রথম গর্ভধারণ,
ছন্দ মাত্রার অজ্ঞতা
আধা কাঁচা শব্দচয়ন।
লাজুক কবি লুকিয়ে রাখি
প্রথম কবিতার খাতা,
লাজুক প্রেমিকের প্রথম প্রেম
কত যে গোপনীয়তা।
গোপনে গোপনে বারংবার পড়ি
প্রথম লিখা কবিতা,
তুমি আমার প্রথম প্রেম
লুকিয়ে লুকিয়ে তোমায় দেখার আকুলতা।
মনেতে জাগায় কিঞ্চিৎ অহংকার
প্রথম কবিতার গর্ব,
প্রথম প্রেমের প্রেমিক আমি
মনেতে অহমিকার স্বর্গ।
প্রথম কবিতার কবি আমি
মনেতে কবি কবি ভাব,
তুমি আমার প্রথম প্রেম
মনেতে প্রেমিক খোয়াব।
তুমি আমার প্রথম প্রেম
আমার প্রথম কবিতা,
স্মৃতির চৌকাঠে খোদাই করা;
আমৃত্যু রইবে গাঁথা।