Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষের “নিঃস্ব আনন্দ ”।

: | : ২৮/০৯/২০১৩

মানুষের নিঃস্ব হওয়ার মধ্যে আনন্দ বেদনা দুটোই আছে । কিন্তু নিঃস্ব হওয়ার বেদনাটা আমরা যত সহজে উপলব্ধি করতে পারি, তত সহজে আনন্দটা উপলব্ধি করতে পারি না । আমাদের দুর্বল অর্ন্তদৃষ্টি আমাদেরকে নিঃস্ব হওয়ার আনন্দ থেকে বঞ্চিত করে রাখে । অবশ্য নিঃস্ব আনন্দ উপলব্ধি বা ভোগ করার উপযুক্ত বয়স এবং সেইসাথে বাধ্যতামূলক কিছু সামর্থ্য থাকা আবশ্যক । ঐ বয়স এবং সামর্থ্য অর্জনের পূর্বে নিঃস্ব আনন্দ ভোগ করতে গেলে বেদনাটুকু সহ্য করার ক্ষমতাও লোপ পেয়ে বসে । আবার মানুষভেদে বয়স এবং বাধ্যতামূলক সামর্থ্যের বিভাজনও আমাদেরকে স্মরন রাখতে হবে ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top