Top today
আইয়ো আমগো বাইতে
আম-কাঁডোলের জেফত দিলাম
আমগো বাইত আইয়ো
বিছায়ে দিমু শীতলপাটি
আরাম কইরা বইয়ো
আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
পাকনা আম কাডাল দিমু
আশ মিটাইয়া খাইতে
চিড়া-মুড়ি-দধি দিমু
আম-কাডোলের রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে।
দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালোরে
দেখলে মেমান নেবে টেনে
মুখটা করে আলোরে
জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আইবা কিন্তু তোমগো ইচ্ছায়
আমার ইচ্ছায় যাইয়ো