Top today
মাঝ পথে ডুবাইওনা তরী
ঘন কুয়াশায় ঢাকা রাত
দেখা যায় না তারা কিংবা চাঁদ!!
গভীর থেকে গভীরতর কালো মেঘ আসছে ধেঁয়ে
অজানা ঝড় কখন যেন যায় ছোবল দিয়ে
লন্ড ভন্ড করে দিয়ে যায়
অতি যত্নে বোনা ফসলের মাঠ
এতই গভীর অন্ধকার খুঁজে পাবে না তীর..
এই বুঝি ডুবে যায়,ভেসে যায় স্বপ্নের নীড়
ঘন কুয়াশায় ঢাকা রাত
দেখা যায় না তারা কিংবা চাঁদ,
অন্ধকার করতে দূর
ফক লাইটের আলো ও যায় না বহু দূর..
তার পর ও থেমে নেই পথ চলা ।
হে তরনীর মাঝি-
ধরে ছিলে হাল তুলে ছিলে পাল
তুমি ছিলে রাজি রেখে ছিলে বাজি
যত জনা তোমার যাত্রী
পার করবে দিবা রাত্রী
যতই আশুক ছোবল হানা
দূর্বল করবেনা তোমার ডানা,
যতই যাত্রী তোমার তরীতে
কিংবা তরে
যারা উঠেনি ঝরের ডরে
শক্ত শপথে পার করতে
হবে সবাইকে তোমায,
হে মাঝি- মাঝ পথে ডুবাইওনা তরী
তুমি যে যাত্রী নিয়েছ ভরি
বিশ্বাসে আর ভাল বাসায় ।