Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সে ছিল বোধ হয় একটু বেশী আপন

: | : ২৯/০৯/২০১৩

সে ছিল বোধ হয় একটু বেশী আপন,
সেই সাতাশ বছর আগের কালে, রং ধরা আকাশজুড়ে
স্বপ্নভরা কৈশর সবে শেষ, আবেগের গায়ে গা ডুবে জল ডুবা পানকৌড়ি যেন
সবে কথার সুরে রস লেগেছিল।

চন্দনার ঠোঁটে যখন লাল রং
গাছের সবুজ পাতার ফাঁকে, হাওয়ায় লাগে খুনসুটির দোল
মেঘের ফাঁকে মুচকি হাসে, শূন্য চাঁদোয়ার বিমর্ষ নীল
সময় ক্ষেপ মেপে মেপে নিলো না বোঝা।

সেইতো ফিরে এল যাতনা হয়ে,
বিঁধে ছিল যে কাটা পথের দায়, পথের ধুলায় সেই রক্তঝরা দাগ
এখনও বুকে খচ খচ যন্ত্রণা সেঁটে রয়, উম সেবন লাগেনি কখনও পথ্য
বুকের কঙ্কাল সয়েছে যুগের অসম বোঝা।

1420@ 3 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top