Top today
আজও গোধূলি আসে
প্রতিদিন গোধূলি আসে—
প্রতিদিন লালিম আলোয় আজও
রাখাল বালকেরা ফিরে আসে ঘরে,
লাল মাটির তন্দ্রায় ডুবে থাকে
গ্রাম পথ ঘাট…
আজও শুয়ে আছে দেখো সেই ছবি–
ঝাপসা ধূসর রং-ফ্রেমে বাঁধা
শিল্পীর তূলি আজও এঁকে যায়—
ঘুম মাখা পটের মেঠো পথ,
দীঘির পার,তাল গাছ,
আর সেই বধূটির ছায়া—
যার কাঁখে আজও ধরা
সেই জলছলাৎ কলসিটি।।