Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজও গোধূলি আসে

: | : ২৯/০৯/২০১৩

প্রতিদিন গোধূলি আসে—

প্রতিদিন লালিম আলোয় আজও

রাখাল বালকেরা ফিরে আসে ঘরে,

লাল মাটির তন্দ্রায় ডুবে থাকে

গ্রাম পথ ঘাট…

 

আজও শুয়ে আছে দেখো সেই ছবি–

ঝাপসা ধূসর রং-ফ্রেমে বাঁধা

শিল্পীর তূলি আজও এঁকে যায়—

ঘুম মাখা পটের মেঠো পথ,

দীঘির পার,তাল গাছ,

আর সেই বধূটির ছায়া—

যার কাঁখে আজও ধরা

সেই জলছলাৎ কলসিটি।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top