Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভেদাভেদ

: | : ২৯/০৯/২০১৩

-এই যে শুনুন !
জনাব,
একটি কথা জিজ্ঞাসিব বেয়াদবি হলে করবেন মাফ !
দেখছি ওখানে অনেক লোকের ভিড়,
সবাই উৎসুক চোখে ঊর্ধ্বে অবাক দৃষ্টি
যেমন অনিমেষ, পাথরের মূর্তির মতো তেমনি স্থির !
আমি পথিক !
ঠিকানা ?
সে সব পরে হবে।
দয়া করে যদি ব্যাপারটা বলেন, তবে ..!

-ঐ যে দেখা যায় বিরাট গাছটা ?
জান ?
কখনো ছুঁয়ে যেতে চায় ঊর্ধ্বে আকাশটা !
চার দিগন্ত ভেদ্ করে যেতে চায়
শাখা-প্রশাখা তার,
এতো মহিমা কেমন করে বুঝাবো আর
শেকড় গেড়েছে সে সপ্ত তলায় !
এখানেই কি তার মহিমার শেষ ?
ইদানিং অনেক দেও-দৈত্য আর ভূত-প্রেতের
আশ্রয়ও সে দিয়েছে বেশ !
কী তার বিচিত্র শোভা, কী বিপুল শক্তিশালী !
বুঝলেন ? শুধু ভিতরের রংটা একটু কালি কালি !
আরে তাতে কী আসে যায় ?
আসল কথা হলো তার যে ক্ষমতা,
এমন ঝড় এ জগতে নাই
নড়াতে পারে তার একটি পাতা ।
এ রকম একটি মহা চিজ যদি থাকে এদেশে
তবে কি সেটা নয় আমাদের গর্বের কথা ?
শোন পথিক, সাবধান !
চেহারা দেখে তার হারিও না দিশ,
যাবার কালে তার চরণে একবার
করে যেও কুর্ণিশ !

-হায় রে বিরাট পূজারী মানুষ
বিরাট দেখে হারিয়েছো হুশ ?
এই বিরাটের নি¤েœ যে ক্ষুদ্র সবুজ দুর্ব্বা ঘাস
তোমাদেরই চরণের আঘাতে আঘাতে ফেলিছে দীর্ঘশ্বাস !
অথচ তার পানে নাহি দেখ একবার,
নাহি ভাবো তারে পঞ্চপ্রদীপে একবার বরিবার !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top