Top today
ফাতেমার রহস্যময় চোখ
দিনের পর দিন আমি পাড়ি দিয়েছি দূর্বোধ্য সে মরুভূমি,
দূর অজানার দেশে হারিয়েছি নিজেরে নতুনের সন্ধানে,
সাইমুম ঝড় দেখেছি, দিয়াছে সে বাধা মরুভূামির ধ্যানে;
গায়ে মেখেছি মরু বালু, মরু-সমুদ্রের ঢেউয়ে ভেসেছি আমি।
মরু-রোদে তৃষ্ণার্ত হয়েছি, ‘নতুনের তৃষ্ণা’ পেয়েছি বেদনা,
ক্ষান্ত দেইনি তবুও জীবন তৃষায় চলেছি মরুর পথে;
মৃত্যুরে দেখেছি, মরতে দেখেছি পাঞ্জা লড়তে মৃত্যুর সাথে;
অতৃপ্ত আমি, ‘ফাতেমার রহস্যময় চোখ’ দিয়াছে সান্তনা।
ভেবেছি চোখ পেয়েছে চোখ, মন পেয়েছে ‘প্রিয়’ পথের দিশা,
দূর অজা্নায় ভেসেছি আমি, ‘সে চোখে’ রয়েছে রহস্যের নেশা।
০৬-০৭-১২, ঢাকা।