Top today
“ভোগ-উপভোগ”
পুষ্পের রূপে পাগলপারা
দৃষ্টি সুখের ক্ষুধা।
অক্ষি ক্যামেরায় ধারণ করি
মনের ফ্রেমে বাঁধা।
রং-সুবাসের বহর তাহা
দৃষ্টি সুখের উপযোগ।
মনের ক্ষুধা মিটায় তাহা
মন করে তা উপভোগ।
হাতের জোরে বোঁটা ছিঁড়ে
যদি করি দখল।
ভোগের নেশা চরম তখন
খাই খাই প্রবল।
মুগ্ধ নয়ন চাঁদের রুপে
ভাবুক মনের ভোজ।
রূপের ধাঁধায় খেই হারায়
ভাবুক কবি রোজ।
মনের রুচী হলে শুচি
মনের রসালো অন্ন।
পলকহীন দৃষ্টি মেলে
মনের ক্ষুধার জন্য।
চন্দ্রিমার মাতাল রূপ
মন করে তা উপভোগ।
মনের ক্ষুধা মুখ্য হলে
কেন্দ্রীভূত মনোযোগ।
শিশির ভেজা বিস্তৃত মাঠ
যেন সবুজ গালিচা।
নয়ন জুড়ে মন নাচে
উপভোগের বাগিচা।
ভূমিখেকো ধান্দা বাজের
যেন শকুন চোখ।
মনের ক্ষুধা তাহার কেবল
অর্থ সুখের ভোগ।
উঁচু উঁচু দালানকোঠা
তাতেই মনের সুখ।
ভোগের দৃষ্টিতে দেখে সে
সবুজ ঘাসের বুক।
ভোগের লালসায় তৃপ্ত হলে
রয় না তো উপভোগ।
আপন ইচ্ছায় বেছে নাও
পসরা মেলা উপযোগ।