Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ছড়া

: | : ৩০/০৯/২০১৩

কান নিয়েছে চিলে !
মনের সুখে উড়ছে, না কি খাচ্ছে সেটা গিলে ?
হাত না দিয়ে কানে,
কানটা খুঁজি আকাশ জুড়ে, ভয় ধরেছে প্রাণে !
কানের শোকে ভাসি !
কান না পেয়ে মনের দু:খে বাসায় ফিরে আসি !
চোখের কাছেই আয়না,
তা না দেখে মায়ের কাছে ধরছি কানের বায়না !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top