Top today
ছড়া
কান নিয়েছে চিলে !
মনের সুখে উড়ছে, না কি খাচ্ছে সেটা গিলে ?
হাত না দিয়ে কানে,
কানটা খুঁজি আকাশ জুড়ে, ভয় ধরেছে প্রাণে !
কানের শোকে ভাসি !
কান না পেয়ে মনের দু:খে বাসায় ফিরে আসি !
চোখের কাছেই আয়না,
তা না দেখে মায়ের কাছে ধরছি কানের বায়না !