Top today
মানুষ
মানুষ বাঁচে ধর্মে ,
মানুষ বাঁচে কর্মে ।
মানুষের হয় চিন্তা চেতনা ,
মানুষ পায় ব্যথা বেদনা ।
মানুষ বাঁচে আলো আশায়,
মানুষ বাঁচে ভালবাসায় ।
মানুষের কাটে স্বপ্নে রাত ,
দিন যায় হাতে রেখে হাত ।
মানুষ বাঁচে স্বপ্নে ,
মানুষ বাঁচে রত্নে ।